গণিত
SUFLEK এর একটি প্রচেষ্টা
হোম
মাধ্যমিক
সাধারণ গণিত
মডেল টেস্ট
অঙ্কের ফর্মুলা
ইউজার লগইন
হোম
B.C.S. Exam
২০১৯ - 40th BCS Preliminary Test
২০১৯ - 40th BCS Preliminary Test
MCQ
1) বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ
2) 'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
ফারসি
পর্তুগিজ
ওলন্দাজ
পাঞ্জাবি
3) কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
4) দ্বারা, দিয়া, কর্তৃক - বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শুন্য বিভক্তি
5) 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
6) শরতের শিশির - বাগধারাটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
7) শিব রাত্রির সলতে - বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
8) 'প্রোষিতভর্তৃকা' - শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
9) বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
10) `Attested'-এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
11) কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্বল
প্রোজ্জ্বল
12) 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
13) 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
14) 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ+ঈন
সর্ব+অঙ্গীন
সর্ব+ঙ্গীন
সর্বাঙ্গ+ঈন্
15) অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পঙ্গতবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
16) 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
টিকটিকি
তেলাপোকা
উইপোকা
মাকড়সা
17) চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিস্টধর্ম
প্যাগনিজম
জৈনধর্ম
বৌদ্ধধর্ম
18) উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
কাহ্নপাদ
লুইপাদ
শান্তিপাদ
রমনীপাদ
19) উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
20) জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাতঃ
ফকির গরীবুল্লাহ
নরহরি চক্রবর্তী
বিপ্রদাস পিপিলাই
বৃন্দাবন দাস
21) বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
সংস্কৃত ভাষা
22) বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
23) 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে
সকালবেলায় সলতে পাকানো' -
বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
চোখের বালি
যোগাযোগ
শেষের কবিতা
24) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
একটি কালো মেয়ের কথা
তেইশ নম্বর তৈলচিত্র
আয়নামতির পালা
ইছামতী
25) 'কালো বরফ' উপন্যাসটির বিষয়ঃ
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
26) 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
সিকানদার আবু জাফর
27) 'জীবনস্মৃতি' কার রচনা?
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন
28) দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
প্যারীচাঁদ মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
প্রমথ চৌধুরী
দ্বিজেন্দ্রলাল রায়
29) 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি'
চরণ দুটির রচয়িতা কে?
চণ্ডীচরণ মুনশী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর