গণিত
SUFLEK এর একটি প্রচেষ্টা
হোম
মাধ্যমিক
সাধারণ গণিত
মডেল টেস্ট
অঙ্কের ফর্মুলা
ইউজার লগইন
হোম
B.C.S. Exam
২০১৫ - 35th BCS Preliminary Test
২০১৫ - 35th BCS Preliminary Test
MCQ
1) ''পুরষ্কার - বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার''।-বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
2) নিচের কোন বানানটি শুদ্ধ?
মনীষী
মনিষি
মনীষি
মনিষী
3) কোন বাক্যটি শুদ্ধ?
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
4) 'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ভোক্তার কল্যাণ
ভোগ্যপণ্য
ক্রয়ক্রত পণ্য
ক্রেতার গুণাগুণ
5) 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
সলিল
উদক
জলধি
নীর
6) কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শাশ্বত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃষ্ট-পুষ্ট
7) 'পরশ্ব' শব্দটির অর্থ কী?
পরশু
পরের ধন
কোকিল
পার্শ্ববর্তী
8) বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
৭টি
৯টি
১১টি
১৩টি
9) বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ ও গ তিন উপায়েই হয়
10) 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
নোনতা
লবণাক্ত
লাবণ্য
ললিত
11) কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
যোগ্যতা
আকাঙ্ক্ষা
আসক্তি
আসত্তি
12) নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
প্রলয়
খণ্ডিত
নিঃশ্বাস
অনুপম
13) 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
দ্বীপ + আয়ন
দ্বীপ + অয়ন
দ্বিপ + অনট
দ্বীপ + অনট
14) 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
15) নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
প্রাতিপদিক
অভিশ্রুতি
অপিনিহিতি
ধ্বনি-বিপর্যয়
16) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
লুইপা
শবরপা
ভুসুকুপা
কাহৃপা
17) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
নিরঞ্জনের রুষ্মা
দোহাকষ
গুপিচন্দ্রের সন্ন্যাস
ময়নামতির গান
18) ''তাম্বুল রাতুল হইল অধর পরশে।''-অর্থ কী?
ঠোঁটের পরশে পান লাল হল
পানের পরশে ঠোঁট লাল হল
অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
19) 'হপ্ত পয়কর' কার রচনা?
সৈয়দ আলাওল
জৈনুদ্দিন
দীনবন্ধু মিত্র
অমিয় দেব
20) মঙ্গলকাব্যের কবি নন কে?
কানাহরি দত্ত
মানিক দত্ত
ভারতচন্দ্র
দাশু রায়
21) 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
জন ক্লার্ক মারশ্ম্যান
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
উইলিয়াম কেরি
ডেভিড হেয়ার
22) কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
স্মৃতি কথামালা
আত্মচরিত
আত্মকথা
আমার কথা
23) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?