গণিত
SUFLEK এর একটি প্রচেষ্টা
হোম
মাধ্যমিক
সাধারণ গণিত
মডেল টেস্ট
অঙ্কের ফর্মুলা
ইউজার লগইন
হোম
B.C.S. Exam
২০০৪ - 25th BCS Preliminary Test
২০০৪ - 25th BCS Preliminary Test
MCQ
1) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?
সুকুমার সেন $\boldsymbol{ \,\,\, }$
দীনেশচন্দ্র সেন
মুহম্মদ শহীদুল্লাহ
অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
2) 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে?
প্যারিচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
3) কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নীবিনা' কাব্য নিষিদ্ধ হয়?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমনে
প্রলয়োল্লাস
রক্তাম্বরধারিনী মা
4) 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
সমাপ্তি
দেনা-পাওনা
পোস্ট-মাস্টার
মধ্যবর্তিনী
5) 'উত্তম পুরুষ' উপন্যাসের রচিয়তা কে?
শওকত ওসমান
জহির রায়হান
শহিদুল্লাহ কায়সার
রশীদ করিম
6) 'কাশবনের কন্যা' কোন জতীয় রচনা?
নাটক
উপন্যাস
ছোটগল্প
কাব্য
7) কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
ভাষার ইতিবৃত্ত
আধুনিক ভাষাতত্ত্ব
মনীষা মঞ্জুষা $\boldsymbol{ \,\,\, }$
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
8) বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
মাইকেল মধুসূদুন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ সেন $\boldsymbol{ \,\,\, }$
মোহিতলাল মজুমদার
9) জসীমউদ্দিনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
তত্ত্ববধিনী পত্রিকা
ধূমকেতু
কল্লোল $\boldsymbol{ \,\, }$
কালি ও কলম
10) 'ক্ষীয়মান'-এর বিপরতি শব্দ কি?
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান $\boldsymbol{ }$
বৃদ্ধি প্রাপ্ত
11) 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
নিদাঘ
নশ্বর
নষ্ট মান
বিনশ্বর
12) যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
দ্বন্দ্ব সমাস
রূপক সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
13) কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয়পূর্ণ $\boldsymbol{ \,}$
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
14) চাঁদমুখ-এর ব্যাসবাক্য হলো-
চাঁদ মুখে ন্যায়
চাঁদের মত মুখ
চাঁদ মুখ যার
চাঁদ রূপ মুখ
15) 'সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা' এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?
কর্মকারকে শুন্য
সম্প্রদানে সপ্তমী
অধিকরণে শুন্য
কর্তৃকারকে শুন্য
16) যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
অনুজ্ঞামূলক
17) 'সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
বলাকা
সোনার তরী
চিত্রা
পুনশ্চ
18) বাংলা ছন্দ কত রকমের?
এক রকমের
দু রকমের
তিন রকমের
চার রকমের
19) কোনটি শুদ্ধ বানান?
দন্দ
দ্বন্দ
দ্বন্দ্ব
দম্ব
20) 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-
অন্ত্যমিল আছে
অন্ত্যমিল নেই
চরণের প্রথমে মিল থাকে
বিশ মাত্রার পর্ব থাকে
21) পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
মহানন্দা
ভৈরব
কুমার
বড়াল
22) প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?
ময়নামতি
বিক্রমপুর
পাহাড়পুর
মহাস্থানগড়
23) উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ড.রমেশচনদ্র মজুমদার $\boldsymbol{ \,}$
ড.মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ. এফ. রহমান
24) প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
৪ বছর
৫ বছর
৩ বছর
৭ বছর
25) সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
মালদ্বীপ
শ্রীলঙ্কা
নেপাল
কোনটিই নয়
26) কোন বাংলাদেশী উপজাতীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা
খাসিয়া
সাঁওতাল
গারো
27) নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ফা-হিয়েন
ইবনে বতুতা
মার্কো পেলো
হিউয়েন সাং
28) বাংলাদেশে বর্তমানে কয় সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
৩
৪
৫
৬
29) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
বেগম খালেদা জিয়া
শেখ হাসিনা