4) বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
আইজ্যাক নিউটন
টমাস এডিসন
ভোল্টা
5) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
ছায়াবৃত্ত
গুরুবৃত্ত
ঊষা
গোধূলি
6) সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
৭.৯ সেঃমিঃ
৭৬ সেঃমিঃ
৭২ সেঃমিঃ
৭৭ সেঃমিঃ
7) ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
হরমুজ
জিব্রাল্টার
বসফরাস
দার্দানেলিস
8) আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ধ্রুবতারা
প্রক্সিমা সেন্টারাই
লুব্ধক
পুলহ
9) জোয়ার-ভাটার তেজকাল কখন হয়?
অমাবস্যায়
একাদশীতে
অষ্টমীতে
পঞ্চমীতে
10) একটি সংখ্যার তিনগুণের সাথে দুইগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
১৬
১৮
২০
২৪
11) পরপর দশটি সংখ্যার প্রথম ৫ টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত?
৫৮৫
৫৮০
৫৭৫
৫৭০
12) কোন ভগ্নাংশটি $\boldsymbol{\dfrac{\text{২}}{\text{৩}}}$ থেকে বড়?
$\boldsymbol{\dfrac{\text{৩৩}}{\text{৫০}}}$
$\boldsymbol{\dfrac{\text{৮}}{\text{১১}}}$
$\boldsymbol{\dfrac{\text{৩}}{\text{৫}}}$
$\boldsymbol{\dfrac{\text{১৩}}{\text{২৭}}}$
13) ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
২১
২৩
২৪
২২
14) ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
৫
৮
৬
১০
15) যদি $\boldsymbol{x+5y=16}$ এবং $\boldsymbol{x=3y}$ হয়, তাহলে $\boldsymbol{y=}$ কত?
$\boldsymbol{-24}$
$\boldsymbol{-2}$
$\boldsymbol{8}$
$\boldsymbol{2}$
16) 'ক' ও 'খ' দুইটি সংখ্যা। ক এর $\boldsymbol{\dfrac{\text{১}}{\text{২}}}$ এবং খ এর $\boldsymbol{\dfrac{\text{১}}{\text{৩}}}$ যোগ করলে ৪৫ হয়। খ এর $\boldsymbol{\dfrac{\text{১}}{\text{২}}}$ এবং ক এর $\boldsymbol{\dfrac{\text{২}}{\text{৫}}}$ যোগ করলে হয় ৫০। ক ও খ এর মান কত?
ক=৫০, খ=৬০
ক=৬০, খ=৫০
ক=৪০, খ=৪৮
ক=৬০, খ=৪৮
17) তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুইটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
$\boldsymbol{\dfrac{\text{১১}}{\text{৩০}}}$
$\boldsymbol{\dfrac{\text{৯}}{\text{২০}}}$
$\boldsymbol{\dfrac{\text{৩}}{\text{৫}}}$
$\boldsymbol{\dfrac{\text{১১}}{\text{১৫}}}$
18) একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০\% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
19) ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০\% লাভে এবং অন্যটি ২০\% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
লাভ-লোকসান কিছুই হয়নি
৯০০ টাকা
৩০০ টাকা
৬০০ টাকা
20) সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করানো যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির $\boldsymbol{\dfrac{\text{২}}{\text{৩}}}$ অংশ ভর্তি করতে কত সময় লাগে?
$\boldsymbol{\dfrac{\text{৮}}{\text{১৫}}}$ ঘণ্টা
$\boldsymbol{\dfrac{\text{৩}}{\text{৪}}}$ ঘণ্টা
$\boldsymbol{\dfrac{\text{৫}}{\text{৪}}}$ ঘণ্টা
$\boldsymbol{\dfrac{\text{২}}{\text{৩}}}$ ঘণ্টা
21) ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার একঘণ্টা পর রহিম মানিকগঞ্জ থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
২৪ মাইল
২৩ মাইল
২২ মাইল
২১ মাইল
22) ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যেকোনো একটি দিকের দৈর্ঘ্য কত হবে?
২৮ ফুট
৪৮.৫ ফুট
৪১ ফুট
৪৯.৬ ফুট
23) একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
৪৮ ফুট
৪১ ফুট
৪৪ ফুট
৪৩ ফুট
24) ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
এগারটি
নয়টি
দশটি
আটটি
25) 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটা কোন ধরনের বাক্য?